Sunday, March 31, 2019

গুরুজনে বলেন,বেশি হেসো না, কপালে দুঃখ আছে।

    তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না???
  
         যে আমি ভালবাসাকে পাগলামী বলতাম 

               সে আমি এখন ভালবাসার জন্য কাঁদছি।

যে অবহেলা করে, সে কখনো বুঝতে পারেনা, অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় তার অবহেলাতে.💘


ভেঙে যাওয়া টুকরোগুলো নিয়ে আবার বসেছি।

নিজেকে গড়ব বলে।

তিলতিল করে নিজেকে সাজিয়ে তুলছি।

 আবার সে ভাঙবে বলে।

Friday, March 29, 2019

নরম কাঁদা একবার পুরে যদি ইট হয়ে যায়,,
 এরপর যতই পানি ঢালা হোক না কেন,,
তা আর গলেনা বরং ভারি ও শক্তিশালী হয়।
 মানুষের মনও ঠিক এ রকম।
একবার কষ্ট পেলে এরপর

শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না.!!

Wednesday, March 27, 2019

যদি ভুল করে ভুলে যাওয়া যেতো, তবে তোমায় ভুলে যেতাম ।যদি অভিমান করে দূরে যাওয়া যেতো, তবে তোমায় ছেড়ে যেতাম ।যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়, তবে তোমায় ঘৃণা করতাম ।যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো, তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম ।যদি আর একটি বার তোমায় কাছে পেতাম, তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা টুকু ও তোমাকেই দিতাম 



Monday, March 25, 2019

মন টা এমন মানুষকে দিবেন 
যাকে সারাজীবনের জন্য আপন করে পাবেন,
ভুল মানুষ কে মন দিবেন না,,
কারন 
মন পুরার জ্বালা সে যে কি জ্বালা 
সেই বুজে যে ভুল টা করেছে,

Saturday, March 23, 2019

কতো রাত গেলো 
তোর সাথে আমি কথা বলিনি 
এমন কোনও রাত নেই যে
আমি তোকে ভাবিনি 
আজও
 আমি তোকে
 আগের মতো বড্ড ভালোবাসি!!!

Thursday, March 21, 2019

ইযত জান নেতিহে, মোহাবত জান দেতিহে। তো বড় কেহা হে...? , তোমারি ধন-দৌলত, বাড়ি-গাড়ি, বিলাসিতা তোম জিনদেগি সমতেহু। , জানতে হু,,,মেরি জিনদেগি কি যা হে..? -------মেরি পরিবারকা পেয়ার। , তো বড় কোন হোয়া...?

Tuesday, March 19, 2019

মেরা প্রয়ার জুটা হে, লাইফ ত্র প্রবলেম অাযা ত্র, তো লাইফ নেহি ছোড়তে -- পেয়াকে ছোড়তেহে। , মেহে তাতে নয়। পেযার পুরি জিবন ত্রক সাথে থাকব।

Sunday, March 17, 2019

হামা হাত তেরা, যাগগ ইসকে লারকে.....!
দিলকি বাধি তোমছে, ডুরি,,,,, লে......চলুয়া হা; ; যাহা মেরা যাহান, তে রি রাহ তোমছে, অাপনে যাহি রহি যরি।

মে হু মেহু তেরি রাগসাকক রাগসাক মেহু রে। মে হু মেহু, তেরে সাদ সাদ মেহু, মেহু মেহু তেরে হার মুসকিল মেহু রে।


Friday, March 15, 2019

ত্র হি মেরি প্রাণ, অাখ, ত্র হি মেরি জিন্দেগী হে, , অ অ অ অ অ মেরা মেরা দিল তেরা হে..... তেরাহি তেরা রাহেগা। যা তাগে দিল তাগে গা। রাব রাব রাব যানে ইসকে গংঙ্গা জল পাক মেরা,,,, মে মে মে মে মেহু তেরা.......!
চঞ্চল মন আমার শুনে না কথা Bangla Song Lyries,
Singer : Paban Das Bau



চঞ্চল মন আমার শুনে না কথা ।। চঞ্চল মন আমার শুনে না কথা ।। ঘুরিয়া বেড়ায় ঐ আকাশেরই গায়, বিদেশীর সনে দিন কা্টাই বৃথা ।। ঐ শুন ওরে মন তোমারে বলি আনন্দ কহরে কালি কালি । তোমারই স্বপন ভাঙিবে তখন বুঝিবে তখন তুমি চঞ্চতা । ঐ বাধন ছাধন দিয়ে রাখা নাহি যায় মন তুমি হও স্থির ধরী তব পাই ।। তোমারও মন্দির ভিতর বাহির ।। চঞ্চল করিলে ভাবা দাঁড়াবে কোথা ।। চঞ্চল মন আমার শুনে না কথা ।। চঞ্চল মন আমার শুনে না কথা ।

Wednesday, March 13, 2019

ফিরে অাসবে না, হাসবে না, ভাসবে না ভাল____ অামাকে।

Sunday, March 10, 2019

হার্ডভির্ড
ত্রত বেড়ে যায় কেন?
যখনই তোমার face টা চোখের সামনে ভেসে ওঠে,
তখনই বেড়ে যায়।

তবে হ্যাঁ,
তোমাকে ত্রত.......
যা হইতো অন্য কাওকে
                                               আর কখনও.........
                      সম্বব নয়।
,
,
,
,
,
,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পর্ব --- ০3
জিবনকে সফল করতে হলে,
তোমার সেই চাওয়া থেকে পাওয়াকে 
তোমার জিবন থেকে দূরে সরিয়ে রাখতে হবে।

আবার ::::::যদি


চাওয়া থেকে পাওয়াকে পেতে চাও,
সফলতার স্বপ্ন গুলি ;
জিবন থেকে চির তরে,
সরিয়ে ফেলতে হবে

পাওয়ার ভালবাসা,

মার জন্য নয়।

মার ভালবাসা

দূরে থেকে 

ভালবেসে যাওয়ার.....!

জানি না
সত্যই কি তুমি যদি অপছন্দই কর,
তাহলে কেন
তুমি মার ত্রত খবর রাখ,
আমাকে অপছন্দ কর....!
কখন কার সাথে চলাফেরা,
কার সাথে সময় নষ্ট করতেছি।
ত্রসব জানার চেষ্টা করছ কেন?
,
,
,
,
,
,
পর্ব-০2

ভালবাসি
যানি না কেন?
তোমাকে ভালবাসি,
ত্রমন কি ত্রও জানি না,
কিভাবে তোমাকে ত্রত ভালবাসি।
র তুমি?বরাবরের মত অবহেলা করে যাচ্ছ.....!,
,

,
,
,
পর্ব -- ০১
ভুল তো মি সে দিন করেছি,

যেদিন তোমাকে ভালবেসেছি। 
হ্যাঁ
ভুল মি করেছি।

তবে আজ তো কোন ভুল করিনি।
তারপরও কেন?
আজও........... ।
তুমি যেমন মার মত নও
                                   তেমনি
মিও তোমার মত নই।
বোনের ---ভাই,,,
ভাইয়ের ছেলেই তো বাবার

(অবর্তমানে বাবা)
অন্যকে কষ্ট দেয়া থেকে
নিজে কষ্ট পাওয়া শ্রেয়।
অামি.....?
কে অামি ...?

অ----অামি তো অামিই! হ্যাঁ ; অামিত্যের কোন তুলনা হয় না।

                                 Share my life, love story this platform.
Welcome 
My Blog


জিবনকে সফল করতে হলে,

তোমার সেই চাওয়া থেকে পাওয়াকে 
তোমার জিবন থেকে দূরে সরিয়ে রাখতে হবে।

বার ::::::যদি


চাওয়া থেকে পাওয়াকে পেতে চাও,
সফলতার স্বপ্ন গুলি ;
জিবন থেকে চির তরে,
সরিয়ে ফেলতে হবে