গুরুজনে বলেন,বেশি হেসো না, কপালে দুঃখ
আছে।
তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না???
যে আমি
ভালবাসাকে পাগলামী বলতাম
সে আমি এখন ভালবাসার জন্য কাঁদছি।
যে অবহেলা করে, সে কখনো বুঝতে
পারেনা, অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় তার
অবহেলাতে.💘
ভেঙে
যাওয়া টুকরোগুলো নিয়ে আবার বসেছি।
নিজেকে গড়ব বলে।
তিলতিল করে নিজেকে সাজিয়ে তুলছি।
আবার
সে ভাঙবে বলে।