Friday, April 12, 2019

আজও তোমায় অনেক মিস করি।। 

প্রতিনিয়ত রাতে কেদে কেদে তোমার জন্য বালিশ ভিজাই৷ বিদাতার কাছে একটাই চাওয়া আমার,,,, তোকে যেন আল্লাহ সুখে রাখে আমি না ওপারে চলে যাবো হঠাৎ একদিন৷ আমার ভালোবাসা তো বাজি ছিলো না তোমাকে এতোটা ভালোবেসেছি যে তোকে হারাতে হবে তা কখনো ভাবিনী।।ভালোবাসায় সুদু কস্ট দুঃখ দিয়ে সীমাবদ্ধ মনে হয়।৷ তোমাকে ঘৃনা করে বাচার থেকে মরে যাওয়া অনেক ভালো কারন আমার ভালো বাসকে আমি ঘৃনার কাছে এতো সহজে হেরে দিতে পারি কিভাবে।।। ভালো থাকিস হয়তো কেন একদিন ওপারে দেখা হবে।।

                                 তখন না হয় আমাকে বলিশ ভুলিনী আজও তোমায় ||

Tuesday, April 9, 2019

কস্ট কতটা অাপন

কখনো ছেড়ে যায় না৷

অাকড়ে ধরে রাখে

জীবনকে ধুকে ধুকে


জীবনটাকে ধবংস করে দেয়...

Saturday, April 6, 2019

যখন তুমি ছিলে আমার পাশে 

আমার প্রতিটা সময় ছিল 

তোমার 

আজ তুমি হারিয়ে গেছো

তোমার সৃতিগুলো আরাল হয়ে গেছে 
কুয়াশার মাঝে 

তুমি কি কখন ফিরে আসবে আমার মাঝে  ?

Wednesday, April 3, 2019

আমাকে ছেরে চলে গেছো আর ফিরে আসনি তুমি, আমি আজও বসে আছি তোমার জন্য


আমাদের সম্পর্কটা রেল লাইনের মতো একসাথে আছি কিন্তু কোনদিন 

এক হতে পারবো না
Movie: Bhuban Majhi
Singer: Soptorsho Bhumik
Music & Lyrics: Kalika Prasad Bhattacharya
Director: Fakhrul Arefeen Khan
Music Label: Gorai Films


Ami Tomari Naam Gai Lyrics :

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি,

আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড় তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি।

ভালবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি,
জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি,
জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি।

তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে
আর এসো স্বপ্ন ঘুমে,
এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়,
এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি।

কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি,
আজ এক তারার চিলা তোমার স্পর্শ চায়,
এক তারার চিলা তোমার স্পর্শ চায়
যদি টংকার দেও তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি।



Collected,
this lyries,