আজও তোমায় অনেক মিস করি।।
প্রতিনিয়ত রাতে
কেদে কেদে তোমার জন্য বালিশ ভিজাই৷ বিদাতার কাছে একটাই চাওয়া আমার,,,, তোকে যেন
আল্লাহ সুখে রাখে আমি না ওপারে চলে যাবো হঠাৎ একদিন৷ আমার ভালোবাসা তো
বাজি ছিলো না তোমাকে এতোটা ভালোবেসেছি যে তোকে হারাতে হবে তা কখনো
ভাবিনী।।ভালোবাসায় সুদু কস্ট দুঃখ দিয়ে সীমাবদ্ধ মনে হয়।৷ তোমাকে ঘৃনা করে
বাচার থেকে মরে যাওয়া অনেক ভালো কারন আমার ভালো বাসকে আমি ঘৃনার কাছে এতো সহজে
হেরে দিতে পারি কিভাবে।।। ভালো থাকিস হয়তো কেন একদিন ওপারে দেখা হবে।।
তখন না হয়
আমাকে বলিশ ভুলিনী আজও তোমায় ||
No comments:
Post a Comment